পরাজয়ের পরেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মৌসুমী- বিনোদন এক্সওয়াইওজেড
আবারও পুরানো নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৬ তম দ্বি-বার্ষিক নির্বাচনে মৌসুমীকে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।
এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল করে নির্বাচন করেন। অন্যদিকে মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে দাঁড়ান। আশা জাগালেও শেষ পর্যন্ত মিশার কাছে বিপুল ব্যবধানে হেরে যান মৌসুমী। গতকালের নির্বাচন জয়ের পর মিশা সওদাগর বলেন, ‘মিডিয়াতে মৌসুমী কথা দিয়েছিলেন, যদি সে জিতে তবে আমাকে সঙ্গে নিয়েই সমিতির কাজ চালিয়ে যাবে।
আর আমিও কথা দিয়েছিলাম, যদি আমি জিতে যাই তবে ওকে সঙ্গে নিয়েই কাজ করবো। কারণ আমরা দুজনই শিল্পী ও একে অপরের ভালো বন্ধু।‘ তিনি আরও জানান, মৌসুমীকে বিশেষ কমিটিতে রেখে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিনোদন এক্সওয়াইওজেড/ মারুফ সরকার