বিয়ে করলেন এশা ইউসুফ-সাকী
বিয়ে করলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং মঞ্চকুসুম শিমুল ইউসুফের মেয়ে এশা ইউসুফ। ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন এই শিল্পী। পাত্র সাকী ব্যানার্জী। পেশায় কণ্ঠশিল্পী ও গীতিকার।
গতকাল শুক্রবার কলকাতায় ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় এশা ও সাকীর বিয়ে। এসময় উপস্থিত ছিলেন এশার মা-বাবা। এছাড়াও ছিলেন ফারহিন খান জয়িতা ও মোস্তাফিজ শাহীন।
সাকী ও এশার মধ্যকার জানা-শোনা বহুদিনের। সেই সুবাদেই সংসার বাঁধার সিদ্ধান্ত নেন তারা। একসঙ্গে কাজও করেছেন এই দুই শিল্পী। ২০১৮ সালে ঢাকা থিয়েটারের ‘পুত্র’ নাটকের সঙ্গীতায়োজন করেন সাকী, একই দলে কাজ করেন এশাও।
এদিকে সাকী বর্তমানে কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর ভোকাল ও গীতিকার। বাংলাদেশেও নিয়মিত কাজ করেন তিনি। জি সিরিজ থেকে তার ‘ভারতবর্ষ’ নামে একটি অ্যালবামও প্রকাশ হয়েছিল।
অন্যদিকে এশা ইউসুফ বিশেষ ক্ষমতাসম্পন্নদের নিয়ে মঞ্চ নাটক উপস্থাপন করে আলোচনায় আসেন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় তার আয়োজনে ‘রোমিও জুলিয়েট’ নাটকটি সমাদৃত হয়। এছাড়া তিনি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন নিয়মিত। ‘আয়নাবাজী’ এবং ‘গেরিলা’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি।