আসছে ডোয়াইন জনসন অভিনীত ডিজনি’র ‘জাঙ্গল ক্রুজ’
হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট এবং ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন অভিনীত ‘জাঙ্গল ক্রুজ’ সিনেমার ট্রেলার প্রকাশ করলো ডিজনি।
ডিজনির থিম পার্কের প্রেরণা যথারীতি জাঙ্গল ক্রুজেও থাকছে। সিনেমাটিতে মূলত একটি জঙ্গলে অ্যাডভেঞ্চারের কাহিনী দেখানো হয়েছে। সিনেমাটির কাহিনী দেখে ধারণা করা যায়, এটি অন্যান্য অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজির মতোই দারুণ বিনোদন দেবে। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জনি ডেপ অভিনীত জ্যাক স্প্যারোর মতোই। অ্যাকশন হিরো ডোয়াইন জনসনকে অ্যাডভেঞ্চার হিরো হিসেবে নিশ্চয়ই দারুণ মানায়।
সিনেমাটিতে ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট ছাড়াও জ্যাক হোয়াইটহল, অ্যাডগার রামরেজ, জেসি প্লিমোনস, পল গিয়াম্যাটিসহ আরও অনেকে অভিনয় করছেন।